স্থানীয় সংবাদ
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা
জেলা তথ্য অফিসের উদ্যোগ
স্টাফ রিপোর্টার ঃ শিশু,কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ২২ জানুয়ারি সোমবার সকালে ফতুল্লা তক্কার মাঠ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার আঞ্জুমান আরা। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। সচেতনতামূলক অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলে স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর শিয়াচর মহিলা কল্যাণ সংস্থার সভাপতি নাসিমা পারভিন। কমিউনিটি সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।