নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় স্ত্রীর মামলা : গ্রেপ্তার নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ মো: সাদেকুর রহমান রানা (৩৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিহত রানার স্ত্রী হাবিবা খাতুন বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বুধবার রাত ৮টায় বলেন. নিহত রানার স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে রাত ১০টার পর কোন সংবাদ দিতে পারবো বলে আমরা আশাবাদি। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রানা ও পলাশ নগরীর ময়লাপোতা মোড়ে আহসান উল্লাহ কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ২-৩ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পেটে বাম সাইডে ও গলার নিচে এবং বাম কানের নিচে মোট ৩টি গুলি লেগেছে। নিহত রানা দেবেন বাবু রোডের শেখ মো: ইসলামের ছেলে। এদিকে এ ঘটনায় নগরীর শের ই বাংলা রোডের মহারাজের ছেলে আহত পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রানার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি, প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে নিহত রানা তালিকাভূক্ত ফেরারী আসামী গ্রেনেড বাবুর অনুসারী ছিল। গ্রেনেড বাবু বর্তমানে ভারতে আতœগোপনে আছে।