মাশরাফীকে হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা এম,পিকে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ,সফল রাষ্ট্র নায়ক, দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে নড়াইল জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ দিকে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার কুন্ডু মার্কেট চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল শহরের চৌরাস্তা ঘুরে আদালত সড়কে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, মিলন খান, যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস, এম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার বিপুল সংখ্যক নেতা -কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে নড়াইল থেকে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হয়নি। আমাদের আশা ছিল এমপি মাশরাফী এবার মন্ত্রী সভায় স্থান পাবে ,মন্ত্রী সভায় স্থান না পেলেও প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় তাকে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় আমরা খুশী। এ জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ,সফল রাষ্ট্র নায়ক, দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে নড়াইল বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।