স্থানীয় সংবাদ

কেসিসি মেয়র দৌলতপুরে ভৈরব সেতুর নির্মান কাজ পরিদর্শন করেন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক শুক্রবার সকাল দশটায় দৌলতপুর রেলিগেট জুট প্লেস (ডিসি) রোড এলাকায় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ ও ভৈরব সেতু নির্মাণ কাজ রেলিগেট অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন,খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরাশনে নিরলস কাজ করছি। এর অংশ হিসেবে রেলিগেট এ অঞ্চলের পানি নিস্কাশিত হয়ে ভৈরব নদীতে ফেলার জন্য ড্রেনের কাজ চলছে। তিনি ভৈরব সেতুর প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য তাগিদ দেন। ভৈরব সেতু নির্মাণের কাজ যাতে টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রকৌশলীদের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপদের (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, কেসিসি নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম,ভৈরব সেতু প্রকল্পের ম্যানেজার প্রকৌশলী এস এম নাজমুল, কেসিসি সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল্লাহ খান, কেসিসির উপ-সহকারী প্রকৌশলী অনুপম চক্রবর্তী , সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আব্দুল গনি,জুনিয়ার প্রকৌশলী আব্দুল আজিজ,আজিজুল হাসান আকাশ ও সার্ভেয়ার ইউসুফ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button