র্যাবের মহাপরিচালক কর্তৃক র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প পরিদর্শন

দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ র্যাব ফোর্সেস মহাপরিচালক কর্তৃক র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প পরিদর্শন এবং দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গত ২৬ জানুয়ারি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি, গ্রেড-১, মহাপরিচালক, র্যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) পরিদর্শন করেন। মহাপরিচালক পরিদর্শনকালে র্যাব-৬ সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) এ দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন এবং ভবিষ্যতেও র্যাবের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ ফিরোজ কবির,পিপিএম, পিএসসি,অধিনাায়ক,র্যাব-৬, খুলনা এবং ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল, ক্যাম্প কমান্ডার, (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জ সহ আরো অনেকে।