স্থানীয় সংবাদ

খুলনাস্থ ভারতীয় সহকারি হাইকমিশনারের আয়োজনে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার সন্ধ্যায় খুলনাস্থ ভারতীয় সহকারি হাইকমিশনারের আয়োজনে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ-ভারত দীর্ঘদিন একবন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের সূচনা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জনগণ সবসময় মনে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আমি বিশ^াস করি। তিনি আরো বলেন, আধুনিক ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটি। ১৯৫০ সাল থেকে ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিনেই কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজীত সাগর, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিক, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button