নগরীতে গাঁজা ও ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর পিপলস গেট মোড়ের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে শহিদুল ইসলাম(২৫), রায়ের মহল উত্তরপাড়ার মিরাজুল ইসলামের ছেলে মোঃ রাহিমুল ইসলাম(২৫), খালিশপুর এন/পি-৫৫-এর বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম রাব্বী(২৩), পাবলা তিন দোকানের মোড়ের বাসিন্দা কেসমত শেখের ছেলে মোঃ হিরো শেখ(৩৬), ক্রিসেন্ট ইউনিয়ন অফিস সংলগ্ন মৃত: মোর্শেদ কাজীর ছেলে মোঃ আমিনুর কাজী(৪৮), পাবলা বৈরাগীপাড়ার বাসিন্দা আনিচুর গাজীর ছেলে মোঃ মামুন গাজী ওরফে বাবু(২৯), আড়ংঘাটা লতা মোড়ল বাড়ির বিপন্ন চ্যাটার্জির ছেলে বিদ্যুৎ চ্যাটার্জি(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা এবং ৯২ পিস ইয়াবা ট্যাবলেট হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।