গিলাতলায় সাবেক ইউপি সদস্য সরদার আলী আহমেদ অসুস্থ : সুস্থতা কামনা
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন গিলাতলার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য সরদার আলী আহমেদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় অপারেশন শুরু হয়। ২ ঘণ্টা সফল অস্ত্রপাচার শেষে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সৈয়দ কিসমত আলী, সাবেক জেলা তাঁতী লীগ সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, খান রিয়াজুল ইসলাম রাজা, মানবজমিনের ফুলতলা খুলনা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন। এছাড়া ৩৪,৩৫ ও ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সরদার আলী আহমেদ এর সুস্থ্যতা কামনা করে দোয়া চেয়েছেন।