স্থানীয় সংবাদ

স্বল্পমূল্য পণ্য কিনতে পেরে খুশি দৌলতপুরের নি¤œ আয়ের মানুষ

টিসিবি’র ফ্যামিলি রেশন কার্ডে পণ্য বিক্রি

মোঃ আশিকুর রহমান ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে সোমবার (২৯ জানুয়ারী) নগরীর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ফ্যামিলি রেশন কার্ডে ট্রাকসেলের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। উর্ধ্বগতির বাজারে টিসিবি’র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারন নি¤œ আয়ের মানুষেরা। নির্ধারিত সময়ে টিসিবি’র কার্ডধারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য সংগ্রহ করেছেন। টিসিবি’র আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, তালিকানুসারে প্রতিটি কার্ডে ৪৭০ টাকা প্যাকেজের পণ্য বিক্রয় করা হয়েছে। যার মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মুশুরী ডাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল রয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস সূত্রে জানা যায়, নগরীর ৪নং ওয়ার্ড এলাকার দেয়ানা দক্ষিণপাড়াস্থ আজিজুল মেমোরিয়াল ক্লাব, দেয়ানা মধ্যপাড়া গণগ্রন্থগার, দেয়ানা মোল্লাপাড়া মসজিদ সংলঘœ ও দেয়ানা উত্তরপাড়া নেছার উদ্দিন সংলগ্ন সড়কে সর্বমোট ২ হাজার ফ্যামিলি কার্ডে, ৫নং ওয়ার্ড এলাকায় ৪টি ট্রাকসেলে মাধ্যমে আঞ্জুমান ঈদগাহ, দৌলতপুর বাস টার্মিনালে, বীণাপানি প্রাঃ বিদ্যালয়ে ও দৌলতপুর মুহসীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সম্মুুখে সর্বমোট ২ হাজার ফ্যামিলি কার্ডে এবং ৬নং ওয়ার্ড এলাকার ৪টি ট্রাকসেলের মাধ্যমে ৬নং ওয়ার্ডের নিজস্ব কার্যালয়ে, শেরে বাংলা স্কুল মোল্লার মোড়, পাবলা নতুনরাস্তার মোড় চত্ত্বরে ও পাবলা কারিকর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সম্মুখে সর্বমোট ২ হাজার ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হয়েছে। খোলা বাজারে নিত্যপণ্য বিশেষ করে তেল, চিনি, ডাল সহ অন্যান্য সামগ্রীম দাম টিসিবির পণ্যের থেকে অতিরিক্তি হওয়ার দরুন সাশ্রয়ী মূল্য টিসিবি’র মাধ্যমে বিক্রি করা পণ্য কিনতে সর্বস্তরের মানুষের ছিল উপচে পড়া ভীড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিরিয়ালের মাধ্যমে পণ্য ক্রয় করেন স্বল্প আয়ের মানুষ। ৫নং ওয়ার্ডে পণ্য কিনতে আসা ক্রেতা শাহিন জানান, বর্তমানে খোলা বাজারে সয়াবিন তেল যে দামে বিক্রি হচ্ছে সেই দামের তুলনায় টিসিবি মাত্র ১০০ টাকা করে ২ লিঃ তেল দিচ্ছে। কেবলমাত্র তেল নয় চাল ও ডাল দুটোরই দাম বেশি খোলা বাজারে। মাত্র ৪৭০ টাকায় ২ লিঃ তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল পেয়ে সাধারন মানুষ চরম উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই। এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা, পাশাপাশি ফ্যামিলি কার্ডে টিসিবি’র যে পণ্য বিতরণ করা হচ্ছে তা বর্তমান সময়ের উর্ধ্বগতির বাজারে চলমান রাখার আহ্বানও জানিয়েছেন তারা। ক্রেতা রহিমা বেগম জানান, আমার স্বামী একজন নি¤œ আয়ের মানুষ। তিনি রিক্সা চালিয়ে আমাদের পরিবারে খরচ চালান। বর্তমান সময়ে বড় রাস্তায় রিক্সা চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের খুবই দুরবস্থা যাচ্ছে। এই সময় সল্প টাকায় তেল, চাল ও ডাল পেয়ে বেশ উপকৃত হয়েছি। আমার স্বামি রিক্সা চালিয়ে সারাদিন কয় টাকাই বা হয়! গাড়ি ভাড়া, গ্যারেজ ভাড়া দিয়ে টাকাই থাকে না। তারপর আবার ছেলে মেয়ের লেখাপড়া, সংসার খরচ তো আছেই। টিসিবি’র পণ্য পেয়ে আমরা সাধারন মানুষ খুবই খুশি। ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স জানান, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ অনেক সাধারণ গরীব মানুষ রয়েছে যাদের আয় কম, তারা খোলা বাজার হতে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়ে কষ্ট পোহান। পরিবার কেন্দ্রীক প্রদানকৃত টিসিবি’র পণ্য পাওয়াতে অসহায়, হতদরিদ্র ও সল্প আয়ের মানুষেরা চরম উপকৃত হবেন। খুলনার টিসিবি’র আঞ্চলিক প্রধান জানান, ট্রাক সেলের মাধ্যমে পর্যায় ক্রমে প্রতিটি ওয়ার্ডে কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। বর্তমানে প্রতিটি কার্ডে ৪৭০ টাকা প্যাকেজের পণ্য বিক্রয় করা হচ্ছে। যার মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মুশুরী ডাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button