খানজাহান আলী থানা যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় যোগিপোল ইউনিয়ন পরিষদের সামনে থেকে যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়েট রোর্ডে এসে শান্তি সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি শান্তি সমাবেশ খানজাহান আলী যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে বক্তৃতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের সদস্য ও থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, আবু হেনা বাবলু, হোসেন আলী হাওলাদার, শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ হাফিজুর রহমান, শেখ আমজাদ হোসেন, আইয়ুব বাচ্চু, রেজাউলসহ থানা যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।