যশোরে যুবক খুনের ঘটনায় আরাফাতের আদালতে আত্মসমর্পন

যশোর ব্যুরো : শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের উপুর্যপরি ছুরিকাঘাতে সোলাইমান হোসেন হত্যাকান্ডের এজাহার নামীয় দুই নম্বর আসামী আরাফাত ফারাজী মঙ্গলবার ৩০ জানুয়ারী সকালে আত্মসমর্পন করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমরান আহমেদ এর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন কওে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আরাফাত ফারাজী ওরফে আরাফাত সদর উপজেলার ফরিদপুর গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকার নিয়ামত ফারাজী ওরফে নিয়ামত ড্রাইভারের ছেলে।
উল্লেখ্য,গত ২৬ জানুয়ারী শনিবার বিকেলে সোলাইমান হোসেন চা পান করার জন্য টিবি ক্লিনিক মোড়ে যায়। সেখানে বিকেল আনুমানিক ৫ টা ২৫ মিনিটে পিযুষের চায়ের দোকানের সামনে উল্লেখিথ আসামীরা জসিম নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা দেখে সোলাইমান হোসেন এগিয়ে যেয়ে তাদেরকে নিষেধ করলে সন্ত্রাসীরা সোলাইমান হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে ছুরি দিয়ে আঘাত করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সোলাইমানকে রক্তাক্ত জখম অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পর সে মারা যায়। এ ঘটনায় ২৮ জানুয়ারী সোলাইমানের স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে আরাফাত কে দুই নম্বর আসামী করে মামলা করেন।