স্থানীয় সংবাদ
এগিয়ে চলছে ‘একুশে বইমেলা’

গতকাল ছিল বইমেলার ২য় দিন
স্টাফ রিপোর্টার ঃ এগিয়ে চলছে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত “একুশে বইমেলা, খুলনা-২০২৪” । গতকাল শুক্রবার ছিল বইমেলার ২য় দিন। ক্রেতা দর্শকদের পদচারণায় ক্রমে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বইমেলা প্রাঙ্গণ। বইমেলার মঞ্চে আজকের সাংস্কৃতিক আয়োজনে ছিল সাহিত্য সংগঠন আমাদের কথা সাহিত্য পরিষদ এর সাহিত্য আড্ডা ও আবৃত্তি অনুষ্ঠান। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তারার মেলা ও দিপালয় ইয়ুথ কয়ার এর শিল্পীবৃন্দ। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার হীরা ও হিমাংশু বিশ্বাস।