স্থানীয় সংবাদ

দাকোপে শীতবস্ত্র বিতরণে সংসদ সদস্য ননী গোপাল মন্ডল

দাকোপ প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ছিন্নমুল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলছেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় থাকলে দেশের অসহায় গরীব দুঃখী মানুষগুলো শীত জনিত কারণে কষ্ট পায় না। প্রতিবছর এ সরকার ছিন্নমুল অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদেরকে প্রণোদনা হিসেবে শুকনা খাবার বিতরণ অব্যহত রেখেছেন। এ সরকার অসহায় গরীব দুঃখী মানুষের সরকার। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় দাকোপের চালনা পৌরসভায় অসহায় ছিন্নমুল মানুষের মাঝে এসডাব্লুটিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় সংসদ সদস্যর নিজস্ব কার্যালয়ের চত্বরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম এ্যাডঃ জি এম কামরুজ্জামান, এসডাব্লুটিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সুবোল ঘোষ, যুবলীগ নেতা দীপ্ত মন্ডল, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button