স্থানীয় সংবাদ

আদর্শ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই

রিয়াদুল জান্নাহ মাদ্রাসার সবক অনুষ্ঠানে বক্তারা

খবর বিজ্ঞপ্তি : নগরীর সোনাডাঙ্গাস্থ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসার চারজন ছাত্রকে সবক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুকাল থেকেই নিজ নিজ সন্তানদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার বিকল্প নেই। গতকাল শনিবার সকাল দশটায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাববধায়ক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি। সবক প্রদান করেন মাদরাসার হিফয্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সাবেক ছাত্রনেতা, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, মোঃ আব্দুল কাইয়ুমসহ আরো অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ। এসময় মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মোঃ আব্দুস সোবাহান, হাফেজ মাওলানা ক্বারী আয়াত উল্লাহ প্রমুখ।
এসময় মোঃ সাইমুম রহমান ও মোহাম্মদ আরমানকে হিফয্ সবক এবং মোঃ তাহমিদ হাসান ইকরা ও জুলকার নাইম আরিয়ানকে নাজেরা সবক প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, শিশুদের আদর্শ শিক্ষার ব্যাপারে ইসলামই সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে। মহান আল্লাহ শিক্ষার গুরুত্ব দিয়ে মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেন। যার প্রথম ঘোষণাই ছিল- ইশরা, পড়ো। সুতরাং শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতির সুযোগ নেই বলেও বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা দুনিয়া ও পরকালের সফলতায় পৌঁছার অন্যতম উপায় হচ্ছে আদর্শ জাতি গঠন ও উত্তম শিক্ষাগ্রহণ। ইসলাম শিশুকাল থেকেই এ শিক্ষা গ্রহণেরই দিকনির্দেশনা দেয়। জাগতিক ও পারকালীন জীবনের সফলতার জন্য শিক্ষা একান্ত প্রয়োজন। কোরআন-সুন্নাহভিত্তিক সুশিক্ষাই হতে পারে মুক্তির একমাত্র উপায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button