স্থানীয় সংবাদ

পিরোজপুরে নবনির্মিত ৪তলা মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহাবুদ্দিন কামিল(¯œাতকোত্তর) মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কামিল ১মবর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। গতকাল শনিবার সকাল ১১ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মুখ্য সচিব (তোফাজ্জল হোসেন মিয়া) বলেন, ভবন নির্মান করলেই হবে না মানসম্মত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। যেমন কবরে কিছু তৈরী হয় না, তাজমহল কিন্তু বিশাল, শত শত বছরের ঐতিহ্য কিন্তু তাজমহলে কিছু তৈরী হয় না। ভবন গুলিতে যদি জ্ঞান বিতরণ না হয় সেগুলোও কবরের মতো। এজন্য এখানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-০২ আসানের সংসদ সদস্য মোঃ মহিউদ্দীন মহারাজ, ইসলামি আরবি বিশ^ বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশিদ ও পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, ভা-ারিয়া নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌরো মেয়র ফাইজুর রশিদ খসরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবির মোহাম্মদ হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার সহ শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি মুখ্য সচিব একাডেমিক ভবনের ফলক উম্মোচন করে পাঠদানের কার্যক্রম চালু করেন। শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যেগে ৩০৫.৫৬ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪তলা বিশিষ্ট এ ভবনটি নির্মিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button