নগরীতে ইয়াবা ও গাঁজাসহ ১১ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৫নং মাছঘাট গ্রীনল্যান্ড আবাসনের মৃত: মুজিবর শেখের ছেলে শামীম শেখ(৩৪), হেলাতলা হানিফ শেখের ছেলে মুস্তাকিন শেখ কল্লোল(৩১), কৃষ্ণনগরের শাহ আলম হাওলাদার ওরফে দুলালের ছেলে মোঃ শাহনেওয়াজ সাগর(২৮), বাগমারা ব্রীজের গোড়ায় ইনসান জমাদ্দারের ছেলে মোঃ ইমরান জমাদ্দার(২০), মধ্যডাঙ্গা খলিলের মোড়ের বাশার সরদারের ছেলে শাহেদ সরদার(২২), টুটপাড়ার মোসলেম গাজীর ছেলে জনি গাজী(২৪), পশ্চিম সেনপাড়ার মৃত: হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী পিয়ারা বেগম(৬৫), সাতক্ষীরা সদর রেউই মীর্জানগরের মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩২), গাইকুর উত্তরপাড়ার মৃত: শেখ মুনতাজ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে নজু শেখ(৪৬), আড়ংঘাটা দক্ষিণ খালপাড় রোডের মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদার(২৫), টুটপাড়া বড় খালপাড়ের শেখ আমিন উদ্দিনের মেয়ে রোজিনা বেগম(৫৪)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে।