স্থানীয় সংবাদ
পশ্চিমবঙ্গের “সমাজবন্ধু সম্মাননা-২০২৪” পেলেন খুলনার দেলোয়ার হোসেন বঙ্গরাজ

স্টাফ রিপোর্টার ঃ সমাজ উন্নয়নে, সমাজ সংস্কার ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ খুলনার সন্তান শেখ মোঃ দেলোয়ার হোসেন বঙ্গরাজ কে “প্রতিবাদী আওয়াজ”এর পক্ষ থেকে “সমাজবন্ধু সম্মাননা-২০২৪” সম্মাননা প্রদান করেছে । গতকাল রবিবার বিকাল ৪ টায় ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগ মহাকুমায় রাজা রামমোহন রায় অডিটোরিয়ামে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া “প্রতিবাদী আওয়াজ”এর পক্ষ থেকে সংবর্ধিত হলেন এবং সম্মাননা ক্রেষ্ট পেলেন শেখ মোঃ দেলোয়ার হোসেন বঙ্গরাজ । সর্বমোট ভারতীয় ২৩জন এবং বাংলাদেশ ১জন এই সম্মাননা সম্মানে ভূষিত হলেন। বিগত ৩ বছর অতিমারী করোনা কালীন সময়ে খুলনার অলিগলিতে মানবতার সেবায় কাজ করেছেন মাবতার ফেরিওয়ালা ও খুলনার গর্ব শেখ মোঃ দেলোয়ার হোসেন বঙ্গরাজ। আজও তিনি মানবতার সেবায় কাজ করে চলেছেন।