স্থানীয় সংবাদ

শরিকদের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ : বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মিলছেনা সমাধান

শতশত বছর ধরে চলে আসা সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার স্থান দখল

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ শরিকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে দামোদর মৃত আফছার জমাদ্দারের দুই পুত্র মোঃ নাজমুল জমাদ্দার ও মোঃ রবিউল জমাদ্দারের বিরুদ্ধে। শতশত বছর ধরে চলে আসা বংশীয় সামাজিক অনুষ্ঠান, এলাকার বিভিন্ন ধর্মীও সামাজিক অনুষ্ঠান এবং খেলাধুলার স্থান দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ দামোদর মৃত ইসহাক জমাদ্দারের পুত্র গিয়াস জমাদ্দারের। এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও মিলছে কোন সমাধান। অভিযোগ সুত্রে জানাগেছে, ফুলতলা থানার দামোদর ইউনিয়নের মৃত ইসহাক জমাদ্দারের বংশীয় জমির ৫০ শতক শরিকদের মধ্যে বন্টন করা হয়। বন্টনকৃত জমির মধ্যে ৫শতক জমি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান বিবাহ, সুন্নাতে খাতনা, পশু কোনবানি, ঘরোয়া অনুষ্ঠান, মৃত ব্যক্তির জানাযা নামাজ, খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহারে উন্মুক্ত রাখা হয়। যা বংশগতভাবে শতশত বছর ধরে চলে আসায় জমিটি ফাঁকা ছিল। এছাড়াও ঐ জমিতে এলাকার সুপেয় পানির জন্য সরকারি ভাবে একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। সম্প্রতি মৃত আফছার জমাদ্দারের পুত্র মোঃ নাজমুল জমাদ্দার ও মোঃ রবিউল জমাদ্দার শরিকদের সাথে কোন আলোচনা না করে জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। ভবন নির্মাণ কাজের সময় তারা ঐ অঞ্চলের একমাত্র সুপেয় পানির সরকারি টিউবয়েলটি জোরপূর্বক তুলে সরকারি পিচের রাস্তা খুঁড়ে ঘরের মধ্যে স্থাপন করেছে বলে ভুক্তোভোগীদের অভিযোগ। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ফুলতলা থানা পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছিল মোঃ গিয়াস জমাদ্দার। অভিযোগ করার পরও বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে নাজমুল ও রবিউল জমাদ্দার। ভুক্তোভোগী গিয়াস জমাদ্দার বলেন, পুর্বপুরুষদের তিনশত বছর ধরে চলে আসা সামজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের জায়গা দখল করে একক ভাবে শরিকদের সাথে কোন আলোচনা না করে ঘরোয়া বৈঠকের(সালিশ) সিদ্ধান্ত অমান্য করে জোরপুর্বক ৫শতক জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে অভিযুক্তরা। তিনি বলেন, বংশের ৫০ শতক জমিতে ১২/১৩টি পরিবারের বসবাস। কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে জোরপুর্বক জমি দখল করে ভবন করছেন প্রতিপক্ষ। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শরিক ১৮ জনের স্বাক্ষরকৃত লিখিত অভিযোগ ফুলতলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, ফুলতলা থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত মোঃ রবিউল জমাদ্দার বলেন, যারা অভিযোগ করছে মিথ্যা কথা বলে সম্পুর্ন মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। বিষয়টি নিয়ে এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছিল আমরা থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর থানা পুলিশ আমাদেরকে ভবন নির্মাণ কাজের মৌখিক অনুমতি দিয়েছে। তিনি বলেন আমাদের পৈত্রিক ভিটাতে আমরা ভবন নির্মাণ করছি কোন জমি দখল করে নয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button