নগরীতে পৌনে দু’ গাঁজা, ২৬৭ পিস ইয়াবা, ছোরাসহ ১৮ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৪৮ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর তালতলা হাসপাতাল রোডের মোসলেম সরদারের মেয়ে নুপুর(২২), নন্দনপুরের জমির খানের ছেলে কামরুল ইসলাম খান(৩৩), টুটপাড়া তালতলা হাসপাতালের মাসুদ হোসেনের ছেলে সাব্বির হোসেন(২১), জাবুসার মিন্টুর ছেলে হাসিব ওরফে মামুন(২৫), নিউজপ্রিন্ট গেটের বাসিন্দা আয়নাল হকের ছেলে মোঃ মামুন(৩৫), হাজী মহসীন রোডের সুধির দাসের ছেলে অবজিত দাস(২৯), কাস্টম মোড়ের শেখ গোলাম রহমানের ছেলে শেখ আবুল হোসেন বাপ্পি(৪০), খালিশপুর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক স্কুলের সামনের বাসিন্দা মৃত: আবুল হোসেনের ছেলে হাসিবুর রহমান আনিছ(৪৫), এন/এইচ-১৩৪ বঙ্গবাসী স্কুল এলাকার বাসিন্দা কালাম হোসেনের ছেলে মোঃ সালমান(২০), হাউজিং এস্টেটের মৃত: হাসানের ছেলে মোঃ রায়হান শেখ(২৫), উত্তর কাশিপুর মোল্লাবাড়ীর বাসিন্দা নাসির মল্লিকের ছেলে মোঃ রাসেল মল্লিক(২৪), কুষ্টিয়া সদর মজমপুরের মৃত: হোসেন খানের ছেলে মোঃ ইউনুস খান টনি (২৮), সেনহাটী স্কুলের পিছনের ছিদ্দিকুর শেখের ছেলে শাকিল শেখ ওরফে রবিউল(২৪), রেলীগেট রেল কলোনীর বাসিন্দা মৃত: মতি হাওলাদারের মেয়ে মুক্তা(২৮), চম্পা খাতুন(২৫), পাবলা তিন দোকানের মোড়ের বাসিন্দা রাজু শেখের ছেলে মোঃ রাহাত শেখ(২৪), আড়ংঘাটা দক্ষিনপাড়ার মৃত: সোহরাব শেখের ছেলে হালিম শেখ(৫০), শিরোমণি দক্ষিণ পাড়ার আসলাম মিয়ার ছেলে মোঃ আল আমিন মিয়া(২২)। এদেরকে খুলনা মহানগরীর মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে সর্বমোট ১ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ২৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি ছোরা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে।