নগরীতে গাঁজা ও মোবাইলসহ ৬মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর মহেশ্বরপাশা ডিম ডালের মোড়ের বাসিন্দা মৃত: শহিদুল পাঠানের ছেলে হানিফ পাঠান(১৯), চুকনগর পুটিমারী খ্রীষ্টান মিশনের সামনের মৃত: বকুল দাশের ছেলে জীবন কুমার দাশ(৩০), একই এলাকার মৃত: সুনীল দাশের ছেলে অনুকুল দাশ(৩১), গোবরচাকা বউ বাজারের মৃত: মোহাম্মদ মোড়লের মেয়ে মাহফুজা বেগম (৫০), বড় বয়রা পালপাড়ার মৃত: চাঁন মিয়ার ছেলে মোঃ মিলন হোসেন(২৮), লবণচরা ইসলামপাড়ার মৃত: মজিবর শেখের ছেলে মোঃ শাহীন শেখ(৩০)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা এবং রঃবষ, ঝণগচঐঙঘণ ২টি বাটন মোবাইলসহ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।