স্থানীয় সংবাদ

পাঁচ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

জাতীয় তরুণ সংঘের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

খানজাহান আলী থানা প্রতিনিধি: মহেশ^রপাশা জাতীয় তরুণ সংঘের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ক্লাবটি আয়োজন করেছে আবহওয়ামান গ্রামবাংলার পিঠা উৎসব-২০২৪। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় তরুণ সংঘের নিজস্ব মাঠ প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশ^রপাশা জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের সিনিয়র এ্যাড. আলহাজ্জ সেখ সামশুল হুদা। উদ্বোধক অতিথি হিসাবে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন কেসিসি ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। জাতীয় করুণ সংঘের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলহাজ্জ মোঃ মনিরুজ্জামান খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক বিধান চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ শরিফুল ইসলাম সোহেল এবং টিটি কলেজের প্রভাষক দিলিপ কুমার বিশ^াস। অনুষ্ঠানে সাংবাদিক এস শফিক আহমেদ, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক সৈয়দ শরিফুল ইসলাম, কে এম সাইফুল আলম, মোঃ আমীর আলী মোল্যা, মোঃ রফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এই পিঠা উৎসবে মোট ৩২টি ষ্টোলে গ্রাম বাংলার রকমারি পিঠা-পুলি স্থান পেয়েছে। এই উপলক্ষে আগতদের উৎসাব ও আনন্দ দেওযার জন্য মাঠ প্রাঙ্গনে এবং পার্শবর্তি এলাকায় বসেছে বিভিন্ন ধরনের দোকান-পাট। এছাড়াও ক্লাবের মাঠে নাগরদোলা, ইলেক্ট্রনিক দোলনা নৌকাসহ বিভিন্ন খেলনা নিয়ে এসেছে পিঠা উৎসবে। প্রথম দিনে স্টোল গুলোতে পিঠা উৎসবে আগত উৎসুকদের ভিড় লক্ষ করা গেছে। পাঁচ দিনব্যাপী এই পিঠা উৎসব প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button