দৌলতপুরের কৃতি সন্তান মীর্জা শিরিন পেলেন গুণীজন সম্মাননা পুরস্কার

খবর বিজ্ঞপ্তিঃ নগরীর দৌলতপুরের কৃতি সন্তান মীর্জা মিরানা শিরিন পেয়েছেন গুনীজন সম্মাননা পুরস্কার। তিনি সার্বজনিন উন্নয়ন সংস্থা এন্ড নৃ-ভূষণের নির্বাহী পরিচালক। নারী উদ্যোক্তা হিসেবে তিনি সমাজে ব্যাপক অবদান রাখছেন। তিনি নারীদের মধ্যে থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করে চলেছেন। তারই অবদান স্বরূপ গত ২ ফেব্রুয়ারী তাঁকে দেয়া হয় গুনীজন সম্মাননা পুরস্কার। কক্সবাজারে এসএবিপি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটির উদ্যোগে তাকে এ সম্মাননা দেয়া হয়। এছাড়া তাকে ২৩ নভেম্বর’২৩ নেপাল কাঠমুন্ডু হোটেল আমিন পার্কে নেপাল-বাংলাদেশ বিজনেস পার্টনাশীপের উদ্যোগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি নগরীর দৌলতপুরের ঐতিহ্যবাহী মীর্জা পরিবারের সন্তান। তিনি হস্তশিল্প নিয়ে বিভিন্ন মেলায় স্টল নিয়ে বসেন। যেমনটি বসেছেন এবার খুলনার একুশে বই মেলায়। সেখানে তিনি শাড়ী, থ্রি-পিস, ওড়না, ব্যাগসহ বিভিন্ন ধরনের হাতের তৈরী পোশাক বিক্রি করছেন।