স্থানীয় সংবাদ
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডুমুরিয়া থেকে গাঁজাসহ এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার ঃ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন সলুয়াগামী তিন রাস্তার মোড় হতে গতকাল সকালে আসামী মিরাজুল ইসলাম (২৮), পিতা- জাকির হোসেন, সাং-গিলাতলা, খানজাহান আলী থানা কে আটক করে। এসময় আসামীর হেফাজত হতে ২শ’ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নাম উক্ত মামলাসহ মাদক আইনে মোট ০২ টি মামলা রয়েছে।