নগরীর খালিশপুরে অর্ধলক্ষাধীক টাকা মূল্যের তারসহ তিন চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে অর্ধলক্ষাধীক টাকা মূল্যের তারসহ তিন চোরকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোর রাত ৪চার দিকে খালিশপুর থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ খালিশপুর পিপলস পাঁচতলা কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো- পিপলস পাঁচতলার আবুল হোসেনের ছেলে আল আমিন(২০), একই এলাকার মৃতঃ আলী মৃধার ছেলে জসিম(৩০) এবং মনির সরদারের ছেলে শরিফুল ইসলাম(২৬)। এ তথ্যের সত্যতা স্বীকার করে এসআই মাসুদ রানা জানান, এদের কাছ থেকে ৩০ কেজি আর ৬ কেজি তার উদ্ধার করা হয়। যা বাজার মূল্য সাড়ে ৬৬ হাজার টাকা। ভোরে গ্রেফতারের পরও কেন আসামীদের আদালতে সোপর্দ করা হয়নি-এমন প্রশ্নে তিনি বলেন, মামলা রেকর্ড হওয়ার ক্ষেত্রে দেরী হচ্ছে। কম্পিউটার কম্পোজম্যান ব্যস্ত থাকার কারণে এজাহার রেডি করতে পারিনি। তবে সন্ধ্যা ৬টা নাগাদ এ ব্যাপারে তিনি চূড়ান্ত কিছু জানাতে পারেননি।