গভ.ল্যাবরেটরি, খানাবাড়ী গালর্স হাই স্কুল ও আরআরএফ স্কুল কেন্দ্রের পরীক্ষা চলছে শান্তিপূর্ণভাবে

এসএসসি প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত-২
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ গভ.ল্যাবরেটরি হাই স্কুল খুলনা, খানাবাড়ী গালর্স হাই স্কুল এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল কেন্দ্রের প্রথম দিনের বাংলা প্রথম পত্রের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ট ও শান্তিপুর্ন পরিবেশে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। এ বছর তিনটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৫০জন ছাত্র-ছাত্রী। প্রথম দিনেরর পরীক্ষায় গভ. ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বাকী দুটি কেন্দ্রের পরীক্ষার্থী শতভাগ উপস্থিত ছিল ।
গভ.ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্র সুত্রে জানাগেছে, এই কেন্দ্রে পাঁচটি স্কুলের মোট ৩৪৭জন পরীক্ষার্থীর মধ্যে দুজন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল। এছাড়া এই কেন্দ্রের কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬জন, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুরে ৯৭জনের মধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, খানাবাড়ী গার্লস হাই স্কুলের ৪৫জন, ফূলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬১জনের মধ্যে একজন অনিয়মিত পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয়ের- ২৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। খানাবাড়ী গার্লস হাই স্কুল কেন্দ্র সুত্রে জানাগেছে, এই কেন্দ্রে তিনটি স্কুলের মোট ১৯৯জন পরীক্ষার্থী সকলেই পরীক্ষায় অংশগ্রহন করছে এর মধ্যে গভ. ল্যাবরেটরি হাই স্কুলের ১২৬জন, মহেশ্বরপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯জন এবং মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ২৪জন পরীক্ষার্থী ছিল। গভ.ল্যাবরেটরি হাই স্কুল এবং খানাবাড়ী গার্লস হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন। রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুূল কেন্দ্রে তিনটি স্কুূলের ১০৪জন পরীক্ষার্থীর অংশ নিবে এর মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৬৮জন, সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ৩০জন এবং তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আর আর এফ খুলনার কমান্ড্যান্ট(অ্যাডিশনাল ডিআইজি) নওরোজ হাসান তালুকদার। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠ, সুশৃংখল ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষার কেন্দ্র গুলোতে সহকারী কমিশনার ও একি্রাকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠ, প্রশ্নফাঁসের গুজবসহ যে কোন ধরণের অপ্রিতিকর পরি্িস্থতি এড়াতে কেন্দ্র গুলোতে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীতে রাখা হয়।