স্থানীয় সংবাদ

বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা’র প্রতিনিধি সভা গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টা৩০মিনিটে খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার সমন্বয়ক এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে আধুনিকায়ন করে পাটকল চালু, শ্রমিক-কর্মচারীদের সমুদয় পাওনা পরিশোধ, এ অঞ্চলসহ সারা দেশে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে সরকার। সরকারি অনেক পদ খালি রয়েছে, অথচ নিয়োগ দেয়া হচ্ছে না। সরকার কাজ দিতে না পারলেও স্ব-কর্মসংস্থান সৃষ্টিকারীদের উচ্ছেদ করে দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, যার দায় সরকারকেই নিতে হবে। সরকারি তথ্য বলছে, দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ নিষ্ক্রিয়। এরা পড়াশোনায় নেই, কর্মসংস্থানে নেই, এমনকি কোনো কাজের প্রশিক্ষণও নিচ্ছে না। সরকার ব্যক্তি, গোষ্ঠী ও দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষায় ব্যাস্ত। ভোটাধিকার হরণ করে একদলীয় কর্তৃবাদী শাসন কায়েম করেছে। মেগাপ্রকল্পে লাগামহীন ব্যয় অর্থ আত্মসাথ এবং অর্থ পাচারের ক্ষেত্র তৈরি করা হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ। বিভিন্ন এলাকায় সৌন্দর্য বর্ধনের নামে বিকল্প কর্মসংস্থান ছাড়া রিক্সা, হকার উচ্ছেদ; আর্থিক সংকটের কথা বলে বিনা নোটিশে চাকরিচ্যুতি, চাকরি ছাড়তে বাধ্য করার পরিবেশ তৈরি হচ্ছে। তিনি এসব প্রতিরোধে সচেতন দেশবাসীকে নীতিনিষ্ঠ শক্তির সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ এর কেন্দ্রীয় নেতা শফিউর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলা কমিটির সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি’র মিজানুর রহমান বাবু, কমিউনিস্ট লীগের মোজাম্মেল হক খান, সিপিবি’র এ্যাড. রুহুল আমিন, এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, অশোক সরকার, মোস্তফা খালিদ খসরু, এ্যাড. নিত্যানন্দ ঢালী, প্রলয় মজুমদার, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, আব্দুল করিম, নিতাই পাল, এস এম চন্দন, এ্যাড. সন্জিত মন্ডল, মোস্তাফিজুর রহমান রাসেল, মাসুম মুনসুর, মৌফারশের আলম আ লেনিন প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ও ঋণ খেলাপি অর্থ আদায়, এর সাথে জড়িতদের শাস্তি, আর্থিক খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আগামী ১৯ ফেব্রুয়ারি ’২৪ ঢাকা বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আলোকে বিভাগীয় সদরে বাংলাদেশ ব্যাংকের সামনে এবং সারাদেশে জেলা সদরে বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button