স্থানীয় সংবাদ

খুবির দু’ ছাত্রকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ : শ্রমিক আটকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দু’ ছাত্রকে মারধরের প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বাসশ্রমিকদের হামলার শিকার দু’ শিক্ষার্থীর এমন খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্মিলিতভাবে জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে। রবিবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলে। হামলার শিকার ছাত্ররা খুলনার পাইকগাছা থেকে বাসে করে খুলনায় আসছিলেন। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা-মোংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। এদিকে, হামলার ঘটনায় দু’ জনকে আটক করা হয়েছে। মূলত তাদের আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।এর আগে, খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’ শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধ চলাকালে বাসশ্রমিকদের দু’ জনকে আটক করা হয়। এরপর ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button