খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ পরিষদের বিশেষ সভা

খবর বিজ্ঞপ্তি : রবিবার সকালে প্রেসক্লাবে খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শেখ আবু হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো: হুমায়ুন কবীরের পরিচালনায় সাধারণ পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, সোসাইটির সদস্য ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পুর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, এস এম কামাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, শাহ আলম, হেদায়েৎ হোসেন মোল্লা, রকিব উদ্দিন পান্নু, এস এম ফরিদ রানা, দেবনাথ রনজিৎ কুমার, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ খাইরুল ইসলাম, শেখ জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সোসাইটির নামে দোকান ক্রয় প্রকল্পসহ বেশ কয়েকটি আয়বর্ধনমূলক সিদ্ধান্ত নেয়া হয়।