স্থানীয় সংবাদ

শিক্ষক মানজার আলমের নিভে যাওয়া নক্ষত্রদ্বয় বইয়ের মোড়ক উন্মোচন

খবর বিজ্ঞপ্তি : খুলনা একুশে বই মেলা মঞ্চে সোমবার বিকালে সরকারি এম এম সিটি কলেজের ইংরেজি বিষয়ের প্রাক্তন সহকারি অধ্যাপক এবং খুলনা এইচ এসটিটি আই এর প্রাক্তন অতিরিক্ত পরিচালক মানজার আলমের উপন্যাস ‘ নিভে যাওয়া নক্ষত্রদ্বয় ‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান খুলনার বিভাগীয় লাইব্রেরী তে অনুষ্ঠিত হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তি যোদ্ধা আলহজ শেখ মোঃমিজানুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। তাছাড়া, উক্ত বইটির উপর আলোচনা করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ রআব্দুল্লা হাবিব, অধ্যাপক ডক্টর আনিস আর রেজা, বিভাগীয় প্রধান বাংলা, সরকারি বি এল কলেজ খুলনা তাছাড়া আফরোজ জাহান চৌধুরী শিক্ষক ও বেতার ব্যক্তিত্ব স্বাগত ভাষণ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button