স্থানীয় সংবাদ
সাংবাদিক নেতা এ কে হিরুর সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি

খবর বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে হিরু গুরুতর অসুস্থ অবস্থায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৩ দিন যাবত তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সাংবাদিক নেতা এ কে হিরুর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।