বিএমএ’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

খবর বিজ্ঞপ্তি : ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এউপলক্ষে প্রভাত ফেরীর মাধ্যমে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে সকাল সাড়ে ৮টায় ভাষা শহীদদের প্রতি বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এছাড়া বিএমএ খুলনা শাখা পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতালের উদ্যোগে নির্ধারিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল সংখ্যক দন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা,ঔষধ প্রদান ও ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে টুথব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন খুলনা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম পোদ্দার, খুলনা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. শেখ শাহীদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুজ্জামান বাবলু, সিনিয়র ডেন্টাল সার্জন ডা. মোঃ মতিয়ার রহমান ডেন্টাল সার্জন ডা. নুসাইলা আজিজ, ডা. রুবাইয়া ইয়াসমিন ও ডা. নয়ন পাল। খুলনা বিএমএ এর সভাপতি ডা. শেখ বাহারুল আলম মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন। খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএমএ এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মোঃ মহিবুল হাসান খান (লিংকন)।