স্থানীয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় INTERNATIONAL DAY OF MILITARY SPORTS- 2024 উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘INTERNATIONAL DAY OF MILITARY SPORTS- 2024’ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাস এলাকায় একটি র‌্যালির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির শুভ উদ্বোধন করেন। এ সময় আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ‘ঋৎরবহফংযরঢ় ঞযৎড়ঁময ঝঢ়ড়ৎঃ’ এই মূলমন্ত্র নিয়ে ১৯৪৮ সালে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (ঈওঝগ) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীও প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এমন উদ্যোগ সশন্ত্র বাহিনীর সকল সদস্যের মধ্যে ক্রীড়া উদ্দীপনা, পারস্পারিক বোঝাপড়া এবং শান্তি বার্তা বহন করবে বলে আশা করা যায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button