স্থানীয় সংবাদ

উপজেলা নির্বাচনকে সামনে রেখে আ’লীগ নেতা শেখ আবিদ হোসেনের গণসংযোগ

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ আসন্ন ফুলতলা উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন গতকাল সন্ধায় মশিয়ালী এলাকাতে ব্যাপক গনসংযোগ করেন । গণসংযোগ শেষে মশিয়ালী আলিয়া মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজী নাজমুল হোসেন এর সভাপতিত্বে মোঃ মতিয়ার রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বক্তৃতা করেন শিরোমনি জুট স্পিনার্স সাবেক সিবিএ নেতা শেখ রবিউল ইসলাম, প্রফেসর আব্দুর রশিদ, শেখ আশরাফ আলী, গাজী আমিরুল ইসলাম,রেজওয়ান রাজা, সোহেল গাজী, মোল্লা ইমদাদুল হক, আলমগীর গাজী, তবিবুর রহমান, টিক্কা, চঞ্চল মাহমুদ, মুন্সী শামীম প্রমুখ। মতমিনিময় সভায় এলাকার উন্নয়নের স্বার্থে বক্তারা ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক জনমত তৈরি করে শেখ আবিদ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button