স্থানীয় সংবাদ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে —- রূপসায় এ্যাড. সুজিত

খবর বিজ্ঞপ্তি ঃ রূপসার ভবানীপুর পালপাড়া নামযজ্ঞে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি বলেন, বাংলাদেশ থেকে চিরতরে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না।অসম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ পথে কোন গোষ্ঠী যদি ষড়যন্ত্র করে সেটাকে ছাড় দেবে না সরকার।তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ সময় উপস্থিত ছিলেন রুপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা, নারি নেত্রী রমা অধিকারি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী মল্লিক, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মোল্লা তাহিদুল ইসলাম, মিহির পাল, সমর কুন্ডু, তাপস বিশ্বাস, নিলমনি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button