দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো

আলোচনা সভায় সেখ জুয়েল এমপি
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো। সে মোতাবেকই শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পদাঙ্গ অনুসরণ করে নিজেকে গড়ে তুলছিলো। শিশু রাসেলের চলাফেরা ব্যক্তিত্ব সব কিছুই তাঁর পিতার মতই ছিলো। তিনি আরো বলেন, পিতাকে অনুসরণ করে দেশ প্রেম ও মানবতার কাজে শিশু রাসেল কাজ করতো। রাসেল শিশু মানবতা কর্মী ছিলো। সে তার সহকর্মীদের দু:খ কষ্টে সমবেদনা জানাতো। আজ যারা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য তারা অবশ্যই রাসেলের পদাঙ্গ অনুসরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ মাতৃকার কাজে নিজেকে আত্ম নিয়োগ করবে।
গতকাল শুক্রবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে “শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নূরুল হাসান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটু,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা খুলনা জেলা শাখার সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম তাজউদ্দীন আহমেদ, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মাইনুল হাসান রনি, সহ-সভাপতি,আল মামুন চৌধুরী , বাইতুল ইসলাম, এনামুল হক বিশ্বাস, সিনিয়র যুগ্নসম্পাদক শাহ আরাফাত রাহিব, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, ক্রীড়া সম্পাদক অমিত বালা, জেলা শাখার শেখ সোমা, ইতিশা মন্ডল, নগর শাখার উপ আইন সম্পাদক কামরুল হুদা রাফি, সোনাডাঙ্গা থানা শাখার হেলাল খান, শেখ মামুন, সদর থানা শাখার হায়দার আলী, রাব্বি আহমেদ রনি, খালিশপুর থানা শাখার মেহেদী হাসান তামিম, নিবিড় রায়। সবশেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এর আগে বিকাল ৪টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
উল্লেখ্য ১৯৮৯ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ প্রতিষ্ঠা করেন।