স্থানীয় সংবাদ

কুয়েটে “ইনোভেশন শো-কেসিং” অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগসমূহের “ইনোভেশন শো-কেসিং” অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রেরিত ২২টি উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে ১০টি উদ্ভাবনী উদ্যোগকে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। উদ্যোগগুলোর মধ্য থেকে বিচারকমন্ডলীর রায়ে নির্বাচিত ৩টি উদ্যোগকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button