গিলাতলায় ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু আগামীকাল

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। মাহফিলের ১ম দিন ১লা মার্চ শুক্রবার কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা গোলাম আযম (ঢাকা)। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন বারাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাছনুন গাজী, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হযরত মাওলনা মনিরুল ইসলাম গাজীপুরী। মাহফিলের ২য় দিন ২ মার্চ শনিবার প্রধান আকর্ষন বশিরহাট ভারতের পীর সাহেব হযরত মাওঃ শরফুল আমীন । প্রধান আলোচক থাকবেন হযরত মাওঃ নাসিরউদ্দীন যুক্তিবাদী (গোপালগজ্ঞ)। হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক (ঢাকা), হযরত মাওঃ হযরত মাওঃ আলী আহমাদ । মাহফিলের ৩য় দিন প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা ক্বারী মোঃ জুনায়েদ আল হাবিব। হযরত মাওঃ মুফতি আবুল বাশার জিহাদী , খতিব বায়তুন নুর জামে মসজিদ গিলাতলা খুলনা। প্রধান আলোচক মুফতি আবু বকর সিদ্দিক সালেহী ঢাকা, হাফেজ মাওঃ মুফতি নাজিবুল্লাহ আফসারী (খতিব মোহাম্মাদিয়া জামে মসজিদ উত্তরা ঢাকা), হযরত মাওঃ ফরিদুল ইসলাম (খতিব কয়েট গেট বায়তুল মামুর জামে মসজিদ) । মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ ( পীর সাহেব নওয়াপাড়া) । এদিকে মাহফিল সফল করাল লক্ষে এক প্রস্তুতি সভা বুধবার আছরবাদ মাহফিল ময়দানে অনুষ্ঠিত হয়।