আজ খুলনার বই মেলার সমাপনী

মেলায় দর্শনাথীদের উপচে পড়া ভীড়, মেলার সময় বাড়তে পারে দু’দিন
স্টাফ রিপোর্টার ঃ আজ বৃহস্পতিবার বিকেলে মূল মঞ্চে মাস ব্যাপী খুলনার বই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠান হলেও মেলা শেষ হচ্ছে না। অনানুষ্ঠানিকভাবে মেলার সময় আরো দু’দিন বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানান। তবে মেলা কর্তৃপক্ষ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনার উপ-পরিচালক এবং একুশে বইমেলা, খুলনা-২০২৪ এর সদস্য সচিব মোহাম্মদ হামিদুর রহমান বলেন, মেলা বাড়ানোর জন্য স্টল কমিটি অনেক অনুরোধ করেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে। সে বিষয়টি মাথায় রেখে আজ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে মেলা বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে তিনি জানান। তবে মেলার সময় বাড়লেও মেলার মূল মঞ্চ থাকবে না। শুধু স্টল থাকবে বলে তিনি জানান। মেলা শেষ হবে এমনই খবরে বুধবার বিকেলে মেলায় দর্শনাথীদের ভীড় উপচে পড়ে। বিক্রেতারা শেষ মূহুর্তে বেশী ছাড় মূল্যে বই বিক্রি করায় ক্রেতারা সে সুযোগটা হাত ছাড়া করছেন না। সন্ধ্যায় মেলায় মেয়েকে নিয়ে ঘুরতে আসা ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর সাথে কথা হয়। তিনি বলেন, এবার মেলার পরিবেশ বিগত দিনের চেয়ে ভাল। তবে মেলার পরিধি আরো বাড়ানো দরকার। প্রাণের মেলা বই মেলা সফল করতে আয়োজক কমিটিতে আরো বেশী সমৃদ্ধ লোক সম্পৃক্ত করা উচিত বলে এই শিক্ষক নেতা মনে করেন। বাক আবৃত্তি অনুশীলন চক্রস্টলের প্রতিনিধি সুলতান মাহমুদ শ্রাবন বলেন, শেষের দিকে মেলা জমে উঠেছে। তবে ২৯ ফেব্রুয়ারী যেহেতু বৃহস্পতিবার সেহেতু শুক্রবার ও শনিবার দু’দিন বই মেলার সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। একই দাবি করেন বই মেলা স্টল কমিটির সাঃ সম্পাদক ও বুক পয়েন্ট স্টলের প্রতিনিধি আল আমিন। তিনি জানান, মেলার সময় শেষ শুক্রবার মাত্র একদিন বাড়ানোর গেলে তাদের দু’ দিনের লোকসান পোষানো যেত। আসফিয়া বুক ডিপো স্টলের প্রতিনিধি কেএম তুহিন বাবু বলেন, শেষ দিকে মেলায় দর্শক সমাগম প্রচুর হয়েছে। বেচাবিক্রি অনেক ভাল। পরিবেশও খুব ভাল। তিনি বলেন, ঢাকায় যেহেতু মেলার সময় দু’দিন বাড়িয়েছে সেহেতু খুলনার মেলার সময় বাড়ালে তাদের জন্য সুবিধা হতো বলে তিনি জানান। আফসার ব্রাদার্স নামক স্টলের প্রতিনিধি ফিরোজ মৃধা জানান, আগামী শুক্র ও শনিবার এই দু’দিন বই মেলার সময় বাড়ালে ভাল হতো বলে তিনি মনে করেন। আলফা বুক হাউজ স্টলের প্রতিনিধি মনোজ কুমার দে বলেন, মেলার সময় বাড়ালে ভাল হতো। বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর জানান, যেহেতু পবিত্র শবে বরাত ও বৃষ্টির কারণে মোট দু’দিন তাদের বেচাবিক্রি খুবই কম হয়েছে। এতে স্টল মালিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেহেতু ক্ষতি পুশিয়ে নেয়ার জন্য মেলার সময় আরো দু’ দিন বাড়ানোর দাবি জানান তিনি। তাছাড়া ঢাকা ও চট্টগ্রামে বই মেলার সময় বাড়ানো হয়েছে। সেহেতু খুলনার বই মেলার সময় বাড়ানো যেতে পারে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ২৮ তম দিন। বইমেলা প্রাঙ্গণ বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায় মুখরিত ছিল। বিকালে আবৃত্তি সংগঠন ‘ শব্দনীড় ’ এবং ‘ বিশ্ব ভরা প্রাণ ’ এর বাচিক শিল্পীবৃন্দের আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার মঞ্চের অনুষ্ঠানমালার সূচনা হয়। পরবর্তী আয়োজন ছিল গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বর্ষীয়ান কবি পীযূষ কান্তি মন্ডলের কাব্যগ্রন্থ ‘বিরহ লগ্ন’ এবং ‘আঁধার রাতের পাখি’, অলকেশ মন্ডল সম্পাদিত গ্রন্থ ‘চেতনার উন্মেষ’ এবং দিলরুবা ইয়াসমিন কলি খানের ‘উন্নত চেতনায় উন্নত জীবন’ শিরোনামের ৪ টি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। লেখক অলকেশ মন্ডল বলেন, তার বইটি দু’টি অংশে বিভক্ত। একটি অংশে কবিতা অপর অংশে ছোট গল্প। নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিমের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনার উপপরিচালক এবং একুশে বইমেলা, খুলনা-২০২৪ এর সদস্য সচিব মোহাম্মদ হামিদুর রহমান, বর্ষীয়ান কবি পীযূষ কান্তি মন্ডল, সাহিত্যিক ও সংগঠক অলকেশ মন্ডল, কাজী রিয়াদ এবং দীপা ইসলাম মুক্তা। মোড়ক উন্মোচন পর্বের সঞ্চালনায় ছিলেন কবি আজাদুল হক আজাদ। মেলা মঞ্চের সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল পর পর ৩ টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘শিশু একাডেমী, খুলনা’র শিল্পীবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘বিয়নমনি থিয়েটার, দৌলতপুর’ এর শিল্পীবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘সুরশ্রী মিউজিক স্কুল’ এর শিল্পীবৃন্দ। মেলায় আগত দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিমুল আক্তার এবং স্বর্ণালী বন্যা। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির বলেন,“আমাদেও ছেলেরা বইয়ের স্টল দিয়ে মেলাকে জমিয়ে রেখেছে। তাদের দাবি দু’দিন মেলার সময় বাড়ানো- বিষয়টি যেন জেলা প্রশাসক শোনেন সে জন্য তিনিও সুপারিশ করবেন বলে জানান।