স্থানীয় সংবাদ

বাগেরহাটের আদালতে আরো ৫ জেএমবির সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের একটি আদালতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামীদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এই রায় দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো মোঃ মোর্শেদ আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমান। এ ৪ জনকে ৬ বছর করে এবং ও তরিকুল ইসলাম নামের অপরজনকে ৫ বছর কারাদন্ডাদেশ দেওয়া হয়। একই সাথে আসামীদের ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত মোঃ মোর্শেদ আলম সাতক্ষিরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মোঃ সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা গ্রামের আঃ করিমের ছেলে, মোঃ মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মোঃ জুম্মান আলী সরদারের ছেলে, মোঃ জহিরুল ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ আশরাফুল আলী ফরাজীর ছেলে এবং মোঃ তরিকুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আদালত সুত্রে ও মামলার সংক্ষিপ্ত বিবারনে জানা যায়, ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে নাশকতার উদ্ধেশ্যে বাগেরহাট জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। এ খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ধাওয়া করে পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে সর্টগানের গুলির খোসা ও প্লাষ্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়। এ ঘটনা পুলিশ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করে। পরে পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ০২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতের বিজ্ঞ বিচারক মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ৫ আসামীকেই বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট. মোঃ শহিদুজ্জামান বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজের বাধা প্রদানের মামলায় আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। দন্ডাদেশপ্রাপ্ত সকলেই জেএমবির সক্রিয় সদস্য। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button