আজ থেকে খুলনায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব

খবর বিজ্ঞপ্তি : ১মার্চ-’২৪, শুক্রবার থেকে খুলনায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বিভাগীয় পিঠা উৎসব। বিকেল সাড়ে ৪টায় খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক মো: আলমগীর কবির। সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ খুলনা বিভাগের আহবায়ক বীর মুকিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ খুলনা বিভাগের সদস্য সচিব শামীমা সুলতানা শীলু। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় প্রাঙ্গণে প্রায় ৫০টি স্টলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রি করা হবে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের পিঠা। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে উৎসব মঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আকর্ষণীয় এই পিঠা উৎসব সকলের জন্য উন্মুক্ত।