কমরেড হাফিজ ভূইয়ার মৃত্যুবার্ষিকীতে খালিশপুরে স্মরণসভা

খবর বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক ফেডারেশন খালিশপুর থানা কমিটির উদ্যোগে গতকাল বিকেল ৫টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কিংবদন্তি শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা কমরেড খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা শ্রমিক নেতা কমরেড কামরুল আহসান। ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সদস্য কমরেড অজয় দে’র সঞ্চালনায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা দেলোয়ার উদ্দিন দিলু, পিপলস জুট মিলের সিবিএ’র সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুস সাত্তার মোল্লা, আলীম জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আমিরুল সরদার, শ্রমিক ফেডারেশনের খালিশপুর থানা নেতা আঃ কুদ্দুস খান, নারী মুক্তি সংসদের খালিশপুর থানা কমিটির সভাপতি নারী নেত্রী লাকি বেগম, শ্রমিক নেতা শামসুল ইসলাম, আঃ আউয়াল, সুজিত অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ। স্মরণ সভায় প্রধান অতিথি কামরুল আহসান বলেন কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া সমাজ বদলের যে আন্দোলন চালিয়ে যান সে লড়াইয়ের পথে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জনজীবনের জীবনধারণের সংকটকে আরো বাড়িয়ে তুলতে বিদ্যুতের মূল্য বাড়ানো হলো। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং সাথে সাথে দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালে আনতে স্বীকৃত ব্যবসায়ী সিন্ডিকেট ধ্বংস করার কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই।