স্থানীয় সংবাদ
যশোরে সোনা পাচারের চেষ্টায় দুই পাচারকারীর বিরুদ্ধে চার্জশিট
যশোর ব্যুরো ঃ যশোরে সোনা পাচারের সময় বিজিবির হাতে আটক হওয়া দুই পাচারকারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে চৌগাছা থানা পুলিশ। অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শাওন হোসাইন ও মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম। তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) মো. জেল্লাল হোসেন এ চার্জশিট জমা দেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ আগস্ট বিকেলে হিজলি বিওপি’র বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অবস্থান নেন। তারা এ সময় একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে সংকেত দেয় বিজিবি। ওই দুইজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি সদস্যরা তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৪৩টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। এঘটনায় চৌগাছা থানায় মামলা করা হয়।