৯৬-খুলনা ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলন মেলা
খবর বিজ্ঞপ্তি ঃ ৯৬ বন্ধুদের আয়োজনে ৯৬ খুলনা ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি বটিয়াঘাটার সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টে এ পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্যে দিয়ে প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। প্রোগ্রামে উপস্থিত বন্ধুদের বয়োজ্যেষ্ঠ মা-বাবাদেরকে গুরুজন সম্মাননা সূচক উপহার এবং বন্ধুদেরকে ক্রেস্ট তুলে দেয়া হয়। উপস্থিত বন্ধুরা প্রয়োজনের সময় অসহায় বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ফাউন্ডেশন এর নতুন নাম ও ব্যাপকভাবে কার্যক্রম কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে সবার মতামত নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত কওে তোলার জন্য সভাপতি ও সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মোঃ শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও এস এম আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পারিবারিক মিলন মেলাতে উপস্থিত ছিলেন মোঃ আসাদুল হক, মোঃ রবিউল ইসলাম লিটন, কাজমির হোসেন ইমন, মনি মালিক, আল মামুন, মোঃ রাজা, শরিফ হোসেন লেলিন, মোঃ আবু হানিফ, মোঃ হাসান, মোঃ বাবলু, মোঃ জহির, মোঃ এমাদুল, মোঃ শফিক, মোঃ সানি, মোঃ জামিলসহ সকলের পরিবারের সদস্যরা প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন। আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর টুটপাড়া, সেনের বাজার, ও রূপসা শাখা উক্ত মিলন মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের স্পন্সর করেন। সারাদিন বাচ্চাদের খেলাধুলা বন্ধু ও ভাবিদের বিভিন্ন খেলাধুলার ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।