দৌলতপুর থানার ফেব্রুয়ারী মাসের মাদক বিরোধী অভিযানে মামলা ২৫ : আটক ২৭
মাদকের বিরুদ্ধে মাঠে পুলিশ, চলছে নিয়মিত অভিযান
স্টাফ রিপোর্টার ঃ কেএমপি’র নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারী মাসে দৌলতপুর এলাকায় মাদক বিরোধী নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনায় থানা কর্তৃক ১৮টি, নগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ৬টি ও অন্যান্য সংস্থা (খালিশপুর থানা) ১টি, সর্বমোট ২৫টি নিয়মিত মাদক মামলা রুজু করেছে। দায়ের হওয়া মামলায় ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যার বিপরীতে ১১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও চোলাই মদ ৩৫ লিটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান, বর্তমান সরকারের মাদক বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নের লক্ষে কেএমপি পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক উপ- পুলিশ কমিশনার (উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও সহকারি পুলিশ কমিশনার দৌলতপুর জোনদের সার্বিক তত্তাবাধয়নে দৌলতপুর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সন্ত্রাস, অসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।