স্থানীয় সংবাদ

রূপসায় আগুনে ভষ্মীভূত হয়ে বিধবার পরিবার সম্পুর্ণ নিঃস্ব

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা চর পাড়া গ্রামের মৃত বিকাশ সরদারের বিধবা স্ত্রী পুরোবী সরদারের বাড়িতে আগুন লেগে ভষ্মীভূত হয়েছে তার সবকিছু। নিঃস্ব হয়ে পড়েছেন এই মহিলার পরিবার । জানা যায়, বসত ঘরসহ সকল ব্যবহারিক মালামাল পুড়ে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায় গতকাল ২ মার্চ আনুমানিক সন্ধা ৭ টার দিকে বিদ্যুৎের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সম্পূর্ণ ঘরটি ও ব্যবহারিক মালামাল পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ও কোন কিছু রক্ষা করতে সক্ষম হয় নাই। বিধবা পুরোবী সরদারের তিনটি ছেলে দিনমজুরি করলে ও লেখা পড়া অব্যহত রেখেছে। এখন তাদের মাথা গুজার জন্য মায়ের আঁচল ব্যতিত অবশিষ্ট রইলো না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button