স্থানীয় সংবাদ

নগরীতে কেসিসির ফুটপাত দখল মুক্তকরণে অভিযান

পাঁচ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে রবিবার সকালে নগরীতে ফুটপাত দখলদার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখলসহ নানা অভিযোগে কেসিসির ভ্রাম্যমান আদালত পাঁচটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন কেসিসির প্রধান রাজস্ব অফিসার (সিআরও) সানজিদা বেগম। সাথে ছিলেন কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর নবজিৎ বাইন, সম্পত্তি শাখার ইমতিয়াজ হোসেন ও পুলিশের একটি টিম। অভিযানের সাথে সংশ্লিষ্টরা জানান, তারা বাংলাদেশ ব্যাংকের মোড়ে ফুটপাতের উপরে টিন সেড দিয়ে মাংস বিক্রি করা এবং পথচারিদের চলাচলে ব্যাঘাত সৃষ্টির দায়ে দোকান মালিক মানিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তার দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। বিগত দিনে তাকে এ ব্যাপারে একাধিকবার সর্তক করা হলেও তিনি বিষয়টি আমলে নেননি। হাজী মুহসিন রোডে মাংস বিক্রেতা আলমগীর হোসেন জনসাধারণের চলাচলে অসুবিধা করে ফুটপাতের উপরেই মাংস বিক্রি করে আসছে। এ জন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। টিবি ক্রস রোডে সরোয়ার আলী স্টীলের আলমারী বিক্রেতা। তিনি সড়ক দখল করে আলমারি রেখে ব্যবসা পরিচালনা করছেন। এ জন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টিবি ক্রস রোডে মোঃ মিঠু। তার প্রতিষ্ঠানের নাম এলাহী মেটাল।তিনি স্টীলের আলমারির ব্যবসা করছেন সড়ক ও ফুটপাত দখল করে। তিনি অভিযান টিমের সাথে তর্কবিতর্ক করেন এবং দেখে নেয়র হুমকি দেন। অভিযান টিম তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আহসান আহমেদ সড়কে ফয়সাল নামের এক ব্যক্তি আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবসা করছেন। এছাড়া এক ট্রেড লাইসেন্সে অন্য ব্যবসা করে চলেছেন। এ জন্য তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টিমটি তালতলা হাসপাতালের ভিতরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন। এমন কি তারা হাসপাতালের পিছনে অবৈধভাবে গড়ে ওঠা একটি ক্লাব গুড়িয়ে দেন। যেখানে মাদক আখড়ায় পরিণত হয়েছে। ওই ক্লাবটি কেসিসির টিম গুড়িয়ে দেয়। টিমটি আগামীকাল মঙ্গলবার আবারো নগরীতে উচ্ছেদ অভিযানে বের হবে বলে জানান কেসিসির এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button