স্থানীয় সংবাদ

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১ : আহত ২

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় যাত্রীবাহী বাস মোটর চালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক যাত্রী নিহত ও ভ্যন চালকসহ দুইজন আহত হয়েছে। আহতদের এলাকাবাসি পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে বাস জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনাটি সোমবার সকাল ৯ টার দিকে কয়রা-পাইকগাছা সড়কের ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্কের সামনে। এ ঘটনায় মৃতের ভাইপো নুর ইসলাম সরদার বাদী হয়ে চালকের নামে থানায় মামলা করেছে। মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক আল-আমীন জানান, কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্র -জ- ১৪-২৭১৪ যাত্রবাহী বাস উপজেলার লস্কর ইউনিয়নের ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্কের সামনে এলে চালক নিয়ন্ত্র হারিয়ে যাত্রীবাহী ভ্যানর পিছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা তিন যাত্রী সড়কের উপর ছিটকে পড়ে আহত হয়। আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে চিকিসাধীন অবস্থায় উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের ভ্যান যাত্রী মোছাল সরদার (৫৫) কে কর্তব্যরত চিকিৎক মৃত্যু ঘোষণা করে। আন্য আহতরা হলেন একই এলাকার লেওকত গাজী(৫২), এবং ভ্যান চালক লিটন গাজী (২৭) পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক সুজন কুমার সরকার বলেন মোছাল সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে নয় টার দিকে মৃত্যু হয়। অন্যরা শংঙ্কামুক্ত রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, যাত্রীবাহী বাসের ধাকায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে বাস জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button