স্থানীয় সংবাদ

খুলনায় আইটি পণ্যের বর্ণাঢ্য মেলা

খবর বিজ্ঞপ্তিঃ সোমবার খুলনা প্রেস ক্লাবে আইটি পণ্যের দিনব্যাপি এক বর্ণাঢ্য মেলার আয়োজন করে রাসা টেকনোলজিস । এ মেলায় সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এর সুতিকাঘর ইন্টারনেট ও আইটি এর সকল পণ্যের প্রদর্শনী করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সকল ইন্টানেট ও আইটি ব্যবসায়ীগন। এছাড়া বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃ বৃন্দ যোগ দেন এ মেলায় । মেলায় রাসা টেকনোজিস এর কর্ণধর আশিস কুমার, কোম্পানির ডিজিএম সহ রাসা টেকনোলজিস এর দক্ষটিম উপস্থিত ছিলেন। তাঁরা আইটি পণ্য সমুহের ব্যবহার ও খুঁটিনাটি তুলে ধরেন মেলার দর্শনার্থী ও μেতাদের সামনে। মেলার শেষে রাসা টেকনোলজিস-এর কর্ণধর আশিস কুমার খুলনা বিভাগের ইন্টারনেট ব্যবসায়ীদের সাথে নিয়ে নতুন পণ্যের উদ্ধোধন করেন এবং সে সকল পণ্যের ব্যবহার এবং ফিসার সমুহ μেতা সাধারন ও উপস্থিত দর্শনার্থীদের সম্মুখে তুলে ধরেন । সমাপনী বক্তব্যে তিনি ‘‘ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই ইন্ডাট্রিজ বাংলাদেশকে ডিজিটাল রুপে তৈরি করার পথ সুগম করবেন এবং দেশের জনগন যেন আরও সহজে সুলভ মূল্যে ইন্টারেট, অন্যান্য আইটি সেবা গ্রহন করতে পারেন তার জন্য তিনি μমগত কাজ করে যাবেন আর সে লক্ষ্যে তিনি আইটি ব্যবসায়ী ও ইন্টারেট ব্যবসায়ীদের সহযোগিতা ও কামনা করেন ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button