স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪জনসহ ৫জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় ট্রাক চালক মোঃ সজিব হোসেন সাজুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাজার এলাকা হতে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে খুলনা সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নের আংগারদহা কালভার্ট এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪জনসহ ৫জন নিহত হয়। সেই ঘটনার ২৪ দিন পর তাকে গ্রেপ্তার করল পুলিশ। বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button