নগরীতে ২৮৭ পিস ইয়াবা গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—নগরীর শেখপাড়ার মৃত: তোতা মিয়ার ছেলে আল আমীন ওরফে বুলু(৪২), বাঙ্গালবাড়ি রায়েরমহলের মাহফুজ তালুকদারের ছেলে মিজান তালুকদার(২৫), বিশ্বারোড সুইচ গেটের ইউনুস হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার(২২), মুজগুন্নী উওর পাড়ার মৃত: ইসরাইল হাওলাদারের ছেলে মোঃ ইব্রাহিম হাওলাদার ওরফে আশিক(৩৭), গাবতলা রেল লাইনের পাশের মৃত: নজরুল ইসলাম ওরফে নশার ছেলে মোঃ জসিম আকন(৪২), পাবলা দক্ষিণ কারিগরপাড়ার আলমগীর সরদারের ছেলে মোঃ সজল সরদার(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।